চট্টগ্রামে চসিকের করোনা ওয়ার্ড চালু: ১৫ শয্যার বিশেষ ব্যবস্থা
করোনা সংক্রমণ বাড়তে থাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) তাদের হাসপাতালে ‘করোনা ওয়ার্ড’ চালু করেছে। নগরের আলকরণ এলাকায় অবস্থিত চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালের (মেমন হাসপাতাল-২) তৃতীয় তলায় এই ওয়ার্ডটি স্থাপন করা হয়েছে, যেখানে ১৫টি শয্যা রয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে এই করোনা ওয়ার্ডের উদ্বোধন করেন। উদ্বোধনের সময় মেয়রের সঙ্গে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই সাথে, তাৎক্ষণিক করোনা পরীক্ষার জন্য র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থাও রাখা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ইমাম হোসেন জানান, এই করোনা ওয়ার্ডে মূলত আইসোলেশনে থাকা রোগীদের সেবা দেওয়া হবে। তাঁদের চিকিৎসাসেবার জন্য চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয়সহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। তবে, যদি কোনো রোগীর অবস্থার অবনতি হয়, সেক্ষেত্রে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
সম্প্রতি চট্টগ্রামে করোনার সংক্রমণ বেড়েছে। গতকাল বুধবার পর্যন্ত এই রোগে ছয়জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত রোগীর সংখ্যা ৯৯ জনে পৌঁছেছে।
করোনার সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে গত ১১ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন স্বাস্থ্য বিভাগ-সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি প্রস্তুতি সভা করেন। ওই সভায় চট্টগ্রাম নগরের দুটি হাসপাতালকে করোনা রোগীদের চিকিৎসাসেবার জন্য নির্ধারণ করা হয়: চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মেমন হাসপাতাল-২। এছাড়াও, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে।
বর্তমানে চারটি ল্যাবে করোনা পরীক্ষার ব্যবস্থা রয়েছে: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, এবং ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ও ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)। এছাড়াও, সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি সার্ভিস সেন্টার চালু করা হবে, যেখান থেকে মানুষ করোনা রোগ সংক্রান্ত তথ্য জানতে পারবেন।



