লোহাগাড়ায় মোটরসাইকেল থামাতে গিয়ে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল পা হারালেন
চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল থামাতে গিয়ে ট্রাকচাপায় গুরুতর আহত হয়েছেন মো. আলাউদ্দিন (৩০) নামে এক পুলিশ সদস্য। রোববার (২২ জুন) রাতে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) আনা হলে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর একটি পা কেটে ফেলতে হয়।
আহত কনস্টেবল আলাউদ্দিন লোহাগাড়া থানায় কর্মরত ছিলেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন তালুকদার বলেন, “রাত আটটার দিকে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়। তাঁর একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। জরুরি অস্ত্রোপচারে সেটি গোড়ালি থেকে কেটে ফেলা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে লোহাগাড়ার চুনতি হাজী রাস্তার মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দায়িত্বরত অবস্থায় মোটরসাইকেল থামাতে গেলে একটি ট্রাক কনস্টেবল আলাউদ্দিনকে চাপা দেয়। এ ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।



