জাতীয়

হাছান মাহমুদ ও স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তাঁর স্ত্রী নুরান ফাতেমার ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ জুন) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, সাবেক মন্ত্রী হাছান মাহমুদের ১২টি এবং তাঁর স্ত্রীর ৩৮টি ব্যাংক হিসাব জব্দের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

এর আগে চলতি বছরের ১৬ জানুয়ারি হাছান মাহমুদ, তাঁর স্ত্রী ও কন্যাসহ তাঁদের মালিকানাধীন ৬টি প্রতিষ্ঠানের নামে থাকা ৮১টি ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছিল। এসব কোম্পানি হলো:

  • দ্য বিসমিল্লাহ মেরিন সার্ভিসেস লিমিটেড
  • একাডেমি অব মেরিন এডুকেশন অ্যান্ড টেকনোলজি লিমিটেড
  • বিসমিল্লাহ মেরিন সার্ভিস
  • জে এ এস লিমিটেড
  • বিসমিল্লাহ মেরিন সার্ভিস ম্যানেজমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড
  • অস্ট্রেলিয়া বাংলাদেশ সোলারস পাওয়ার লিমিটেড

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, এসব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৭৫৩ কোটি ৩০ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। বর্তমানে এসব হিসাবের মধ্যে ২৪ কোটি ৬৬ লাখ টাকা জমা রয়েছে এবং সেগুলো তোলার চেষ্টা হচ্ছিল।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর হাছান মাহমুদকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে গত এপ্রিলে লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে ঈদের নামাজে দেখা যায় তাঁকে।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button