সাতকানিয়ায় আওয়ামী লীগের দুই নেতা এলডিপিতে যোগ দিলেন, ফেসবুকে তোলপাড়
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-তে যোগদান করেছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য মো. শামসুল ইসলাম এবং কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনির আহমদ।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই দুই নেতা দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী ও আওয়ামী লীগের নেতা বিপ্লব বড়ুয়ার ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। তাঁদের এলডিপিতে যোগদানের খবরে স্থানীয় রাজনীতিতে আলোড়ন তৈরি হয়েছে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে নানা আলোচনা ও সমালোচনা।
একজন ফেসবুক ব্যবহারকারী মো. শফিউল আলম মন্তব্য করেছেন, “আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে এঁদের আবার দলে ফিরিয়ে নেবে।” অন্যদিকে, আজিজুল হক নামের আরেকজন বিস্ময় প্রকাশ করে লেখেন, “আওয়ামী লীগের লোকজন কীভাবে মুক্তিযোদ্ধা অলি আহমদের দলে যোগ দেন, সেটাই প্রশ্ন।”
এ বিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান মো. মনির আহমদের মোবাইলে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে মো. শামসুল ইসলাম বলেন, “এলাকার লোকজনের অনুরোধে এবং রাজনৈতিক বাস্তবতায় এলডিপির নেতাদের সঙ্গে যোগাযোগ চলছে।”
চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল নিশ্চিত করে জানান, “গত বৃহস্পতিবার শামসুল ইসলাম এবং শনিবার সন্ধ্যায় মনির আহমদসহ আরও তিন ইউপি সদস্য এলডিপিতে যোগ দিয়েছেন। তাঁরা ক্লিন ইমেজধারী ও দানবীর হিসেবে পরিচিত হওয়ায় দল তাঁদের স্বাগত জানিয়েছে।”



