চট্টগ্রাম

সাংবাদিক পরিচয়ে গেস্টহাউসে অভিযান চালানো ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রামের একটি গেস্টহাউসে সাংবাদিক পরিচয়ে ক্যামেরা নিয়ে কক্ষ তল্লাশির ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় হান্নান রহিম তালুকদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ জুন) রাত ১১টার দিকে নগরীর কোতোয়ালি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হান্নান রহিম আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বাসিন্দা। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গেস্টহাউস কর্তৃপক্ষের দায়ের করা চাঁদাবাজির মামলায় হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে তোলা হবে।

এ ঘটনার সূত্রপাত ঘটে গত শনিবার দুপুরে হান্নানের নিজ নামের ফেসবুক আইডি থেকে একটি ১৫ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিও আপলোড করার মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায়, বহদ্দারহাট এলাকার একটি গেস্টহাউসে ‘সাংবাদিক পরিচয়ে’ তিনি ক্যামেরাসহ কক্ষে কক্ষে গিয়ে অতিথিদের জেরা করছেন এবং পরিচয় জানতে চাইছেন। পরে ভিডিওটি ভাইরাল হলে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

অনুসন্ধানে জানা গেছে, হান্নান নিজেকে ‘দৈনিক চট্টগ্রাম সংবাদ’-এর সম্পাদক ও ‘CSTV24’-এর চেয়ারম্যান হিসেবে পরিচয় দিলেও উক্ত গণমাধ্যমগুলোর সরকারি নিবন্ধন রয়েছে কিনা, তা নিশ্চিত নয়। এছাড়া তিনি নিজেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য বললেও প্রেসক্লাব থেকে নিশ্চিত করা হয়েছে, তিনি সদস্য নন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজী বলেন, “সাংবাদিকদের এভাবে ভিডিও ধারণ ও জেরা করার কোনো এখতিয়ার নেই। এটি আইনত অপরাধ এবং পেনাল কোড, ডিজিটাল নিরাপত্তা আইন ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের আচরণবিধির লঙ্ঘন।”

তিনি আরও বলেন, “এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকতার নামে আইনহীনতা। চাইলে ভুক্তভোগীরা মানহানি ও হয়রানির মামলা করতে পারেন।”

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button