নগরে কেক কাটার সময় দুইজন গ্রেপ্তার, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার নুরনগর হাউজিং সোসাইটিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে চান্দগাঁও থানা ও কর্ণফুলী থানা পুলিশের যৌথ অভিযানে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন লোহাগাড়া উপজেলার মাতাব্বর পাড়ার মৃত হাফিজ আহমদের ছেলে হানিফ (৩২) এবং বোয়ালখালী উপজেলার চলনদ্বীপ এলাকার নিজাম উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (৩০)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, “চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের সংগঠক হিসেবে পরিচিত হানিফ ও তার সহযোগী সাজ্জাদ হোসেনকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানস্থল নুরনগর হাউজিং মাঠ থেকে গ্রেপ্তার করা হয়েছে।”
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাঁদের তৎপরতা নজরদারিতে ছিল।



