চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালিয়ে ২১ জন দালালকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২৫ জুন) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এই অভিযান চালানো হয়।
র্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান জানান, গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে যাচাই-বাছাই চলছে। এর মধ্যে কয়েকজন আগে থেকেই দালালির দায়ে সাজাপ্রাপ্ত ছিলেন, কিন্তু তারা আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে।
অভিযান শেষে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, “দীর্ঘদিন ধরে হাসপাতালে দালাল চক্র সক্রিয়। র্যাবের অভিযানে যাদের আটক করা হয়েছে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। আমরা চাই এমন অভিযান নিয়মিত চালানো হোক।”
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ ইশরাক জানান, দোষীদের অপরাধের ধরন অনুযায়ী ১ থেকে ৩০ দিনের কারাদণ্ড এবং বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়েছে।
হাসপাতাল প্রশাসন জানিয়েছে, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।



