চট্টগ্রামে ভুল চিকিৎসায় কিশোরীর মৃত্যু, তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম নগরে ভুল চিকিৎসা ও অবহেলায় অষ্টম শ্রেণির এক কিশোরীর মৃত্যুর অভিযোগে তিন চিকিৎসকের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা হয়েছে। সোমবার (২৪ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটি দায়ের করেন কিশোরীর বাবা পলাশ কুসুম নন্দী।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী নুরে হুদা।
মামলায় অভিযুক্তরা হলেন নিউ লাইফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্তব্যরত চিকিৎসক সমৃদ্ধি চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সুমন চক্রবর্তী এবং চিকিৎসক অনিরুদ্ধ ঘোষ।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তাঁর মেয়ে প্রজ্ঞা নন্দী দীর্ঘদিন ধরে মাইগ্রেনে ভুগছিল। ২ জুন হঠাৎ বমি ও দুর্বলতা অনুভব করলে তাঁরা প্রজ্ঞাকে নিউ লাইফ হসপিটালে নেন। সেখানকার চিকিৎসক স্যালাইন ও ইনজেকশনের পরামর্শ দেন এবং বলেন, ভর্তি করার প্রয়োজন নেই।
তবে স্যালাইন দেওয়ার ২০ মিনিটের মধ্যেই প্রজ্ঞা জ্ঞান হারিয়ে ফেলে। পরিবারের অভিযোগ, কোনো পরীক্ষা না করে ইনজেকশন পুশ করা হয় এবং জ্ঞান না ফেরায় বিশেষজ্ঞ ডাক্তার আনার অনুরোধ উপেক্ষা করা হয়। পরে রাতে তাকে ছুটি দেওয়া হলেও অন্য হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, সে আগেই মারা গেছে।
এ বিষয়ে নিউ লাইফ হসপিটালের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা মন্তব্য করতে রাজি হননি।



